চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ হেলাল উদ্দিন ও আবদুর রশিদ নামে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী ঘোলপাশা ইউনিয়নের বাবুচি আদর্শ গ্রাম থেকে থানা পুলিশ তাদের আটক করে।
জানা যায়, চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল এএস আই হিরনের নেতৃতে বৃহস্পতিবার ভোরে চৌদ্দগ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী বাবুচি আদর্শ গ্রামের জীনেরবাদশা কারী বজলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ ওই গ্রামের সেলিম মিয়ার ছেলে হেলাল উদ্দিন ও মৃত বাহার মিয়ার ছেলে আবদুর রশিদকে ৫০ কেজি গাঁজাসহ আটক করে। চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সাল জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।