চৌদ্দগ্রাম থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ ১জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামে বিশেষ অভিযান চালায় র্যাব-১১ এর একটি দল। অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ শরীফ (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
মোঃ শরীফ চৌদ্দগ্রাম থানাধীন সাঙ্গিশ্বর গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে।
জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকার বিভিন্ন স্থানে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজীসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছিল।
উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।