জগন্নাথপুরের বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের শাখা উদ্বোধন

কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নে বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের শাখা উদ্বোধন হয়েছে ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বালিকা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত স্কুলের শিক্ষক আবু হান্নান, শিক্ষক বাশির আহমেদ, শিক্ষক সুজন মিয়া, শিক্ষক মারজাহান ।
স্কুলে কারাতে পরিচালনা করেন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নুরে আলম ও ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের সহকারী প্রশিক্ষক আকিবুল ইসলাম দিনার, ছাত্র শহিদুল্লাহ তানভীর ।
প্রধান অতিথি আজিম খান রাজু বলেন, বর্তমানে কারাতে এমন একটি জিনিস, প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য কারাতে প্রশিক্ষণ প্রয়োজন । আমি সংরাইশ সালেহা বালিকা উচ্চ বিদ্যালয় থাকাকালীন ওই স্কুলের অনেক মেয়ে আমার মাধ্যমে যখন কারাতে প্রশিক্ষণ শুরু করি তখন থেকে শেষ পর্যন্ত এই কারাতের মাধ্যমে আঁখি নামের একটি মেয়ে আর্মিতে সৈনিক পথে চাকরি শুরু করে । আজ সে আর্মি অফিসার । এমনি করে অনেক মেয়ে এই স্কুলের কারাতের মাধ্যমে চাকরি করছেন। আমি অনেক সহযোগিতা করেছি মেয়েদেরকে। আজ অনেক মেয়ে ভালো আছেন । চেষ্টা করেছি যখন আমি বাজগড্ডা সহ সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাই তখন আমি আন্তর্জাতিক কারাতে কোচ নুর আলম ভাইকে দাওয়াত করি। আমারই প্রতিষ্ঠানে আবার শুরু করি আজকে উদ্বোধন দিয়ে । প্রতি বৃহস্পতিবার মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ দিবেন আন্তর্জাতিক কারাতে পদপ্রাপ্ত ও আন্তর্জাতিক কারাতে কোচ সকলের প্রিয় সাদা মনের মানুষ তিনি হচ্ছে কুমিল্লা মাটি ও মানুষের প্রাণপ্রিয় মোঃ নুরে আলম ।
ন্যান্সি নুর আলম তার বক্তব্যে সর্বপ্রথম ওস্তাদদেরকে শ্রদ্ধা জানিয়ে চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেলের সুস্বাস্থ্য কামনা করেন বলেন, আজ আমার ওস্তাদ রুবেলের কারণে এ পর্যন্ত আসতে পেরেছি । মোখলেসুর রহমান আবু সহযোগিতায় অনেক দূর এগোতে পেরেছি । আমি আমার সর্বোচ্চ চেষ্টা মেধা বুদ্ধি দিয়ে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাব আর আপনার মান-সম্মান রাখার চেষ্টা করব ।