জীবন যেভাবে যেমন

শেখ মুসলিমা মুনঃ
এলিয়ে পড়েছি যখন নুঁয়ে থাকা লতা হয়ে –
বৃক্ষ নয় জেনেও জড়িয়ে বেঁচেছি তোমায় যুগের পর যুগ-
শুষে নিয়েছি জল-পানি সুধা-
মূল্যহীন জীবনের নির্ভরতার অমূল্য নির্যাস
তখনো সুখেই ছিলাম আমি!
ছিলনা কোন অভিযোগ…
আবার নিজেই বৃক্ষ যেন,
লতা- গুল্ম- পাখীদের আশ্রয় হয়ে বেঁচে থাকার তুমুল প্রলোভন-
কিংবা পাহাড় ছাড়িয়ে আকাশ ছোঁয়ার
অন্তহীন হাতছানি-সেসব ও টানে আমায়!
আসে যদি অসময়ে বন্যা ও ঝড়, কিংবা প্রলয়
ভেঙে চুরমার-ডুবে যাই, ভেসে যাই
যেতে যেতে শিখে নেই কূলে ওঠার অকুল কৌশল!
বিপুল গৌরব আর বিশ্বাসের দৃঢ়তায় বাঁচি।
ভালবাসা ভালবাসি-
ভালবাসি জীবন যেভাবে যেমন!
জেনে গেছি, একমাত্র মানুষই জয়ী হয়
যেকোন সময়ে যেকোন যুদ্ধে জীবন ভালবেসে !
তাই ভালবাসি যুদ্ধ ও জীবন!