শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: ‘এপার ওপার’

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০২১
news-image

মনির হোসেন জাদু :

সব কিছু চুকে গেছে, টুটে গেছে স্বপ্ন সিঁড়ির যত্নের যত ধাপ,
বিলীন কাল বেলার স্রোতে ভেসে লীন দু’জনার কল্পিত হিসাব।
এপারে আজো দাঁড়িয়ে আমি দহনে গোপন পরিতাপ,
ওপারে বেদনার আকাশ তলে জানি তোমার বর্ষা-বিলাপ।

শিমুলের তুলা দিগন্তে উড়ে,পালের নৌকা ভাটিতে, রহস্যের ডানায় উড়ে শানিত নেত্রের চিল,
মাকড়সার জালে অনাবৃত প্রেম না জানি কোথায় সঁপেছিলো দিল!
আকাঙ্ক্ষার প্রেম আড়ালেই থাকে,ধরতে গেলেই দেশান্তর,
অধরা দিলকে ব্যর্থ বুঝায়;দেখে এলাম তেপান্তর!

দেশান্তরী করলো কে – সেই প্রাচীন যমুনা,
নামে ভিন্ন হাজার জলের ধারা স্বাদে এক নমুনা।
আজ সেই স্রোতস্বিনী বিগত বহু ভাটায় খুইয়েছে যৌবনের উদ্বেল ঢেউ,
পথ হারা মক্ষীরাণি, দলছুট মৌবনে মৌ চুরিতে আসেনা আর কেউ।
ফেরারী বানে যৌবনের সাক্ষী হয় ধুধু বালুচর,
জলের মতোই ভালোবাসা ভেসে তুমি আমি আজ পর!
ভাঙ্গে নিয়তির আল,উজানে বাঁধা হয় স্রোতের দেয়াল,
ভালোবাসা বিলিয়ে নিঃস্ব হয়ে টের পায় এ জগতে প্রেমের আকাল!

এপার- ওপার ক্ষীণ আগে-পরে একটাই সূর্যের উদয়,
হৃদয় লালিত অভিন্ন পিরিতি তবুও কেউ কারো নয়।
ঘর ভাঙ্গে,মন ভাঙ্গে,রাধা-কৃষ্ণের প্রেম শুধু একটি নমুনা,
যুগের কৃষ্ণ রাধার প্রেমে খায় হাবুডুবু;সাক্ষী কালের যমুনা!
হে প্রভুগণ-পাঠক গুণী কবিদের সভাসদ,
নিক্তির পাল্লায় মেপোনা কা’র দুঃখে কে দুঃখিনী,
এপারে ওপারে সংসারী ছিলো এক যুগলের ছোট্ট প্রেমের এ কাহিনী!

আর পড়তে পারেন