টান থেকে পতাকা বিক্রি করেন কুমিল্লার জোবায়ের

স্টাফ রিপোর্টারঃ
লাল-সবুজের বিজয় পতাকা বিক্রি পেশা নয় নেশা। হৃদয়ের টান থেকে পতাকা বিক্রি করি। এমন অভিব্যক্তি জানান কুমিল্লায় পতাকা বিক্রির মৌসুমি হকাররা।
শহরের বিভিন্ন স্থানে হকারদের হাতের খুঁটিতে বাঁধা জাতীয় পতাকা, মাথায় ও হাতে বাধা বিজয়ের দিবসের রিস্টব্যন্ড শোভা পাচ্ছে। ক্রেতারা দিবস উদযাপন করতে এসব সামগ্রী কিনছেন।
পতাকা বিক্রেতা জোবায়ের আহমদ বলেন, পতাকা বিক্রি আমার কোন পেশা নয়। বলতে পারেন নেশা। প্রতি বছর বিজয়ের মাসে আমি পতাকা ও বিজয় উদযাপন সামগ্রী বিক্রি করি। পেশায় কাঠমিস্ত্রি।শখ ও পতাকা প্রীতি থেকে এ কাজে আসি।
আরেক পতাকা বিক্রেতা মহসিন আহমদ জানান, পতাকা বা বিজয় দিবসের বিভিন্ন সামগ্রী বিক্রিতে লাভ হিসেব করি না তিনি। দেশের পতাকা নিয়ে হাঁটলে গর্ব লাগে তার। উদযাপন রাঙ্গাতে সে অবদান রাখছে বলে দাবি করে।
ইকবাল হোসেন জানান, নির্বাচনের আমেজে বিজয় দিবসের উদযাপন সামগ্রী বিক্রিতে ভাটা পড়েছে।