“ঠিকরে ওঠো বাঙ্গালী”
“ঠিকরে ওঠো বাঙ্গালী”
এ কে সরকার শাওন
উন্নয়ন অদ্য ছুঁয়েছে খমধ্য,
মনুষ্য চরিত্র কুবিন্দুতে!
চরিত্র গঠন আশু প্রয়োজন
বাঙ্গালীর উতরে উঠতে!
অর্ধ-উন্মাদের লম্ফ-ঝম্ফে
সজ্জন অতি তাজ্জব!
অর্ধমৃতের উলম্ব নৃত্য
হায় হায় কী গজব!
চাড়াল-চণ্ডাল, ধড়িবাজ-ফিচেল
ঠগ শোতে জাঁহাবাজ!
সাংবাদিকে দেশ ভরপুর
সিংহভাগই ধোঁকাবাজ !
পথের কোনে ট্রেনে ষ্টেশনে
রংবাজ সাজে বিজ্ঞ!
তাদের চোখে রবীন্দ্র-নজরুল
নেহায়েতই অনভিজ্ঞ!
দেশদ্রোহীর প্রগভলতায়
জীবিত-মৃত স্তম্ভিত!
বদমাশ বদের বজ্জাতিতে
সুধী সমাজ লজ্জিত!
চেয়ার বসে বড় লাট বনে
বাঙ্গালী সেবক বিরল।
আরাম, আয়েশ, জবর দখল
কাজের কাজ অস্তাচল!
বক-ধার্মিক, চোর-ডাকু
শত নীতিকথা শোনায়!
রোষে জোশে জৌলুশে
মাইকে খৈ ফোঁটায়!
ভূমি-দস্যু, শিক্ষা-দস্যু,
কুচক্রী ব্যবসায়ী মহল!
জনতার রোদন ক্রমাগত ক্রন্দন
কে মোছাবে আঁখি জল?
মজুতদার ঘুষখোর চির বেজন্মা
শয়তানের গুরুভাই!
ওদের নখরে জাতি ফাঁপড়ে;
বিধাতার সাহায্য চাই।
অসৎ মাতালে কিলবিল করে
দেশের মনুষ্য জাতি!
দলগুলোর সাধ্য নাই আজ
ফেরাতে জাতির দুর্গতি!
পলাশীর প্রান্তরে এক মীরজাফরে
নবাবের করুণ পরাজয়!
সহস্র মীরজাফর-মোস্তাক আজ
নাচে শেয়ালের ইশারায়!
আবার পুরানো শকুনের দৃষ্টি,
দেশের আজ ক্রান্তিকাল।
কোথায় জোয়ান? হও আগুয়ান;
জ্বালো আলোর মশাল!
পাক-পরিপুষ্ট নতুন রক্ত
মুক্তিযোদ্ধার সন্তান!
ছড়িয়ে পড়ো দেশ গড়ো
বাঁচাও দেশের মান।
আপন বলে মাথা তুলে
ঠিকরে ওঠো বাঙ্গালী!
মুক্তির আদলে এসো সদলে
ফেলে দলাদলির পাঁচালী!
সৎ-সততার শিক্ষা চাই
চাই সত্যের মূল্যায়ন!
অসঙ্কোচে সত্য প্রকাশের
চাই রাষ্ট্রীয় তোষণ!