তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ -২

কুমিল্লার তিতাসে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে চারজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ।
রবিবার (৮জুন) রাত সাড়ে ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বড়ঘাটলা নামক স্থানে এ ঘটনায় গুলিবিদ্ধ হৃদয় ও ইয়াসিন নামে দু’জনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জাহাঙ্গীর আলম ও ফারুক মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। দু’জনই মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শাহপুর গ্রামের বাসিন্দা। দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছেন।
রবিবার রাতে ফারুক চেয়ারম্যানের সমর্থক আলী হায়দার কুট্টি গ্রুপ আর জাহাঙ্গীর চেয়ারম্যানের সমর্থক খালেক গ্রুপের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় শাহপুর গ্রামের শামীম মিয়ার ছেলে হৃদয়(২৫) এবং দাউদকান্দি উপজেলার চররায়পুর গ্রামের মতিন মিয়ার ছেলে ইয়াসিন(১৮) গুলিবিদ্ধ হন।
আহত হৃদয় বলেন, আমি কোন পক্ষের না, সিএনজি চালাই ভাত খাই, গ্যারেজে সিএনজি বন্ধ করে ফোনে কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই আমার পায়ে গুলি লাগে। মাটিতে পরে গেলে কয়েকজন এসে এলোপাতাড়ি মারধর করে।
তিতাস থানার ওসি মোঃ শহিদ উল্যাহ জানান, রাতে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গেলে দুই পক্ষই পালিয়ে যায়। এঘটনায় কোন পক্ষই অভিযোগ দাখিল করেনি। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করা হয়েছে।