শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনদিন ধরে পানি নেই কুমিল্লা সদর হাসপাতালে

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

টানা তিনদিন ধরে কুমিল্লা সদর হাসপাতালে পানি নেই। এর ফলে হাসপাতালে থাকা রোগী, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন চরম ভোগান্তিতে। ব্যাহত হচ্ছে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রম।

রবিবার (১৫ সেপ্টেম্বর ) হাসপাতালের রোগীর স্বজনরা জানান, গত বৃহস্পতিবার থেকে পানির অভাবে রোগী নিয়ে হাসপাতালে থাকাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। কষ্ট এড়াতে কেউ কেউ চলেও গেছেন। সামগ্রিক ব্যবহারের জন্য পানি বাইরে থেকে আনতে হচ্ছে আর খাবার পানি পুরোটাই কিনে খেতে হচ্ছে। এদিকে পানির অভাবে হাসপাতালের ভেতরের শৌচাগারের অবস্থাও বেশ খারাপ পর্যায়ে গিয়ে পৌঁছেছে।

হাসপাতালের তদারকি করা প্রতিষ্ঠান স্বাস্হ প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী মোঃশওকত মহিবুর রব এর মুঠোফোন কথা বলার চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি। তবে ওয়ার্ডে দায়িত্বরতরা বলছেন, পানির অভাবে হাসপাতালের মূল ভবনের কক্ষ ও টয়লেট পরিষ্কার রাখাটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পানি সরবরাহ স্বাভাবিক না হলে দুর্গন্ধের কারণে রোগীদের হাসপাতাল ত্যাগ করতে হবে।

আর পড়তে পারেন