শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে আগুনে পুড়ল ১১টি দোকান

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০২৪
news-image

দাউদকান্দিতে আগুনে পুড়ল ১১টি দোকান

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় ১১টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

কিংকর সাহা স্টোরের মালিক কিংকর সাহা বলে, আমার মুদি দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া কোন উপায় নেই।

মেসার্স শেখেরগাও স্টোরের মালিক সফিকুল ইসলাম বলেন, রট, সিমেন্ট এবং টিনের দোকানের সব মালামাল আগুনে নষ্ট হয়ে গেছে। পাশে আমার ভাইয়ের আরেকটি একই মালামালের দোকানের একই অবস্থা হয়েছে। আমাদের দু’টি দোকানে প্রায় ৭০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

সরকার এন্টারপ্রাইজ, শাওন স্টোর, লিলি হার্ডওয়ার, মেসার্স জাহিদ স্টোর, ডালিম স্টোর, অর্জুন স্টোর ও বেনব্যাটারী ও বীজ কীটনাশক দোকান আগুনে পুড়ে গেছে। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

আজ সোমবার(২৭ অক্টোবর) সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্টান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি)রেদওয়ান ইসলাম৷ তারা ক্ষতিগ্রস্থ ব্যবসারীদের তালিকা তৈরী করে সরকারী ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।

আর পড়তে পারেন