রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৪, ২০২৪
news-image

দাউদকান্দির গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত গমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলার পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে, আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি। আমি আশা করি, সকলের সহযোগিতায় দাউদকান্দি উপজেলাকে একটি জনবান্ধব উপজেলা হিসেবে পরিচিতি পাবে।

তিনি বলেন, আমি এখানে যোগদান করেছি মাত্র চার কর্মদিবস। আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। জনগণ যাতে উপজেলায় সেবা নিতে এসে কোন ধরনের হয়রানি না হয় এবং কাঙ্খিত সেবা পায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা নাঈমা ইসলাম ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি ২০১৬ সালে চট্টগ্রাম জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, দাউদকান্দিতে এই প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাঈমা ইসলাম গত ১৯ সেপ্টেম্বর যোগদান করেছেন।

আর পড়তে পারেন