সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারের বুড়িরপাড় বায়তুল আমান জামে মসজিদ’র বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৭
news-image

মোঃ জামাল উদিন দুলাল, দেবিদ্বার ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বুড়িরপাড় দক্ষিন পাড়া বায়তুল জামে মসজিদ কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকেল ৩টা হইতে গভীর রাত্র পযর্ন্ত ১২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ওই মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সুবিল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তাহের সরকার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন হযরত মাওলানা আনিছুর রহমান আশরাফি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি,সমাজ সেবক ও সাবেক মেম্বার মো. কামরুজ্জামান কনু ।

প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেন দেবিদ্বার উপজেলার রাজামেহার ও বুটিয়া কান্দি দরবার শরিফের হযরত মাওলানা মুছাবিন উসমান হামিবি আলকাদরী, অন্যানের মধ্যে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন দেবিদ্বার কেন্দ্রীয় জামে মসজিদ’র খতিব হযরত মাওলানা মুফতী আশরাফুল আলম ওবায়দী, ছোট শালঘর মসজিদ’র খতিব মাওলানা আবু কাউছার আহম্মেদ , বুড়িরপাড় মসজিদ’র পেশ ইমাম মো. মাওলানা আমজাদ হোসেন সরকার। মাহফিল পরিচালনা করেন বুড়িরপাড় দক্ষিন পাড়া বায়তুল জামে মসজিদ’র খতিব মো. আবুল বাশার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সুভরাত্রি সাহাজাদি বহুমুখি উচ্চ’র সহকারী প্রধান শিক্ষক ওয়াহেদ মাষ্টার, বিসিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, দেবিদ্বার উপজেলা জাতীয় পাটি’র যুগ্ন আহবায়ক মো. মজিবুর রহমান সরকার, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র অধ্যক্ষ মো. ময়নাল হোসেন মনির। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী আলহাজ্ব জামাল হোসেন সরকার, আবদুল আউয়াল সরকার, ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. খোরশেদ আলম সরকার, মো. আবদুল্লাহ আল মামুন (দুলাল) সহ আরো অনেকে প্রমূখ।

আর পড়তে পারেন