বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৭
news-image

মোঃ জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের জে এস সি ও পি ই সি পরীক্ষা ২০১৭ইং উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ শনিবার সকাল ১১টায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’র ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম শাহ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব,পরিচালক প্রশাসন অর্থ ও জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা এ কে এম খায়রুল আলম। মুরাদনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কবির আহম্মেদ’র সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল ইসলাম (ভিপি কামাল), দেবিদ্বার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু তাহের, চান্দিনা উপজেলা সমাজে সেবা কর্মকর্তা আঃ আউয়াল, জালাল উদ্দিন আহমেদ ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, মহিলা কমিশনার মাহমুদা বেগম, অভিভাবক সদস্য মো. শাহজাহান হোসেন, মিলাদ পরিচালনা করেন বানিয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল বারী প্রমূখ।

আর পড়তে পারেন