দেবিদ্বার বিএনপির ২৮ নেতাকর্মীর জামিন

সেলিম সজীবঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইটাখলা এলাকায় সংঘর্ষের ঘটনায় যুবলীগ নেতার দায়ের করা মামলায় বিএনপির ২৮ নেতা-কর্মী জামিন লাভ করেছে।
বুধবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আদালতের বিচারক বিপ্লব দেবনাথ এ আদেশ দেন।
জানা যায়, গত শনিবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাঁকে স্বাগত জানাতে আসা বিএনপি’র নেতা-কর্মীদের সাথে উপজেলার ইটাখলা নামক স্থানে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ভানী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ-আল মামুন বাদী হয়ে সোমবার রাতে দেবিদ্বার উপজেলা বিএনপির ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮০ জনসহ ১১৩ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার রাতে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।
বুধবার কুমিল্লার ৪নং আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব দেবনাথ গ্রেফতারকৃত মনিরুল ইসলামসহ ২৮ জন নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন। মামলার অপর আসামিরা পলাতক রয়েছেন।