রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর কাশারীপট্টিতে হ্যাপি নিউ ইয়ার শর্ট ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন জিতু একাদশ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৬, ২০২৩
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে হ্যাপি নিউ ইয়ার শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্টে জনি একাদশকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জিতু একাদশ।

৫ জানুয়ারি( বৃহস্পতিবার) রাতে নগরীর ১৫ নং ওয়ার্ডের পুরাতন মৌলভীপাড়া মাঠে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্টের প্রথম ম্যাচে জনি একাদশ বনাম জিতু একাদশ মুখোমুখি হয়। প্রথমে ব্যাট করে জনি একাদশ ১০ ওভারে ৩২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিতু একাদশ ৭ উইকেটে জয় তুলে নেয়। মুন্না ও অভি এই খেলায় দারুণ পারফরম্যান্স করেন। দ্বিতীয় খেলায় লিপু একাদশের মুখোমুখি হয় জনি একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে জনি একাদশ ১০ ওভারে ৭২ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে লিপু একাদশ ৫৪ রান করেন। টুর্নামেন্টের শেষ খেলায় লিপু একাদশের মুখোমুখি হয় জিতু একাদশ। প্রথমে লিপু একাদশ ব্যাট করে ৪৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিতু একাদশ ৯ উইকেটে জয়লাভ করে। মুন্না ও অভি এই খেলায়ও ভাল পারফরম্যান্স করেন।

রাত ১০ টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হয় জিতু একাদশ বনাম জনি একাদশ। টসে জিতে ফিল্ডিং নেয় জিতু একাদশ। প্রথমে ব্যাট করে জনি একাদশ ১০ ওভারে ৫৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জিতু একাদশ ৬ ওভারেই ৬০ রান তুলে নেয়। মুন্না টুর্ণামেন্ট সেরা প্লেয়ার হয়েছেন।

আর পড়তে পারেন