নগরীর বজ্রপুরে পাইপ দিয়ে পিটিয়ে যুবকের পা ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডে পাইপ ও হকিস্টিক দিয়ে রবিন (২০) নামের এক যুবককে পিটিয়ে পা গুলো ভেঙ্গে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।
শনিবার (৯ জুলাই) ঈদের আগের রাত সাড়ে ৯ টার দিকে ১৫ নং ওয়ার্ডের বজ্রপুর প্রাইমারি স্কুলের সামনে এ মারধরের ঘটনা ঘটে।
আহত যুবক রবিন একই ওয়ার্ডের কাশারীপট্টি গ্রামের অটোরিক্সাচালক জামাল হোসেনের ছেলে। আহত যুবক রবিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি বিভাগে চিকিৎসাধীন।
হামলাকারি পলাশ , মুন্না ও ইকরামসহ ৫ /৬ একই ওয়ার্ডের বজ্রপুর এলাকার বাসিন্দা।
আহত রবিন জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপুর প্রাইমারি স্কুলের সামনে আসার পর পলাশ প্রথমে আমাকে ডাক দিয়ে বলে তোর সাথে কথা আছে। এরপর মুন্না, ইকরামসহ আরো ৫/৬ জন আমার হাত দুটি বেঁধে হকিস্টিক দিয়ে হাতে মারতে থাকে। এরপর পাইপ এনে পা দুটি ভেঙ্গে রাস্তায় ফেলে দেয় । এর দুদিন আগে পলাশ আমার পায়ে ছুরিকাঘাত করেছিল। কি কারণে তারা এমন করছে তা আমি জানি না। তারা আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।
এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।