শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে পরিকল্পনামন্ত্রীর সংবাদ বর্জন করেছে উপজেলার সাংবাদিকরা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০১৭
news-image

 

মো. কামাল হোসেন জনি, নাঙ্গলকোট:
কুমিল্লার নাঙ্গলকোটে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপির সংবাদ বর্জন করেছে নাঙ্গলকোট প্রেসক্লাবের সাংবাদিকগণ।
শনিবার (১৪ অক্টোবর) নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আ.লীগের আহবায়ক রফিকুল হোসেনের সভাপতিত্বে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকগণ সংবাদ সংগ্রহ করতে গেলে দলীয় কিছু নেতাকর্মী সাংবাদিকদেও সাথে অশোভন আচরণ করায় স্থানীয় সাংবাদিকরা মন্ত্রী ও আ.লীগের সংবাদ বর্জন করার বিষয়ে প্রেসক্লাবে জরুরি সভা আহ্বান করে এ সিদ্ধান্ত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি এ এফ এম শোয়ায়েব, সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম আবুল খায়ের, সহ-সভাপতি বেলাল হোসেন রিয়াজ, সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন জনি, মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, দপ্তর সম্পাদক মো: দুলাল মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য রতন মজুমদার, মো. রেজাউল করিম রাজু, মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।

আর পড়তে পারেন