নাঙ্গলকোটে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সেলিম সজীবঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় বজ্রপাতে ইসহাক মিয়া (৫৫) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মে) দুপুরে ঘটনাটি ঘটেছে ।
নিহত ইসহাক মিয়া উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়রা গ্রামের সাবেক ইউপি সদস্য ইসহাক মিয়া দুপুরে বাড়ির পাশের পুকুরে কচুরিপানা অপসারণ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক মোঃ মিজান জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।