নাঙ্গলকোটে শিক্ষিকার পুকুর থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির চান্দগড়া গ্রামের তাজুল ইসলামরে মেয়ে ও চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেনের শিক্ষিকা রুবি বেগম (২৩) এর লাশ পুকুর থেকে বুধবার ভোরে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রুবিকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে পুকুর পাড়ে নিহতের গায়ের জামা-কাপড় দেখে পুকুরে নেমে পানির নিচে থেকে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, ভোরে রুবি বেগম গোসল করতে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়। পরে পুকুরের তল দেশ থেকে লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।