নিমসার কলেজে অধ্যক্ষ কর্তৃক যৌন নির্যাতনের শিকার ছাত্রী, বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার কর্তৃক কলেজ ছাত্রী যৌন নির্যাতনের শিকার হওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে কলেজের শিক্ষার্থীরা ।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে অধ্যক্ষের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশের ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান।
জানা যায়, কলেজ ছাত্রীকে এসএমএসসহ বিভিন্ন উপায়ে কলেজ অধ্যক্ষ যৌন হয়রানি করে আসছিল।