শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০২৫
news-image

নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে অবিলম্বে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে ।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “ভয়াবহ দানবের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এখন আমাদের সামনে একটি নতুন স্বপ্ন। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সেই স্বপ্ন যাতে ভেস্তে না যায়, তা নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্য বিনষ্টের চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হবে না। আমরা ধৈর্য ধরবো এবং ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যাব। হঠকারী সিদ্ধান্তে বিভ্রান্ত হওয়া যাবে না।”

বিএনপির মহাসচিব দাবি করেন, “গত ১৬ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। প্রায় ৭০০ জন গুম হয়েছে এবং প্রায় ২০ হাজার নেতাকর্মী প্রাণ হারিয়েছেন।”

মির্জা ফখরুল বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারের পক্ষে। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমরা শুধু সংস্কার চাই না, দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনও চাই। কারণ, নির্বাচনই দেশের সব সংকটের সমাধান করবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করছি। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বপ্ন পূরণ করি।”

আর পড়তে পারেন