শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিয়মিতভাবে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে – জেলা প্রশাসক মো.আবদুস সবুর মন্ডল

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৬, ২০১৮
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর ॥
চাঁদপুর জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল মতলব উত্তর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন সোমবার দুপুরে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন- দেশের সব ভূমির মালিক সরকার। তাই এসব ভূমির সঠিকভাবে রেজিস্ট্রার করতে হবে। নিয়মিত ভাবে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। সব সম্পত্তির কাগজপত্র রেকর্ড রুমে সংরক্ষণে রাখতে হবে। আর এসব কিছু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভূমি কর্মকর্তাদের। ভূমি অফিসের সব কাগজপত্র ঠিকমত রাখতে হবে। মাসে মাসে রিপোর্ট প্রদান করতে হবে। সঠিকভাবে মনিটরিং করতে পারলেই একজন ভূমি কর্মকর্তা নিজেকে দক্ষ অফিসার হিসেবে প্রমাণ করতে পারবেন। ভূমি সংরক্ষণের জন্য সঠিক নিয়মে আইন প্রয়োগ করতে হবে। খাজনা দাখিলা কাটার সময় সব কিছু ভালভাবে খেয়াল করতে হবে। এ সম্পত্তির জন্য মানুষের মধ্যে মারামারি, খুনা-খুনিও পর্যন্ত হয়ে থাকে। তাই ভূূমি সংরক্ষণের জন্য সব কিছুই মনিটরিং করতে হবে।

জেলা প্রশাসক বলেন, আমাদের দেশে ভূমি ব্যবস্থাপনা অনেক পুরানো একটি কাঠামো। এ কাঠামো থেকে বের হয়ে আসতে আরো কিছু সময় লাগবে। সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছভাবে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে সরকার নানা পদক্ষপে গ্রহণ করেছেন। ইউনিয়ন পর্যায়ে অনেক সময় সেবা দিতে কিছুটা দেরি হয়ে থাকে। এ সমস্যার দিকে খেয়াল রেখে জনগণকে সেবা দিতে হবে।

তিনি আরো বলনে, চাঁদপুরের সব ইউনিয়ন ভূমি অফিসেকে ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়ছে। প্রতিটি ইউনিয়নে স্বল্প মূলে ও স্বল্পসময়ে জনসাধারণকে সেবা প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, নির্বাহী ম্যাজিস্টেট সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোস, সার্ভেয়ার এনামুল কবির’সহ ভূমির কর্মকর্তা-কর্মচারী। নবাগত সহকারী কমিশনার (ভূমি) শুভাশিষ ঘোস ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান।

আর পড়তে পারেন