নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
ডেস্ক রিপোর্ট:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. মাইনুদ্দিন নিলয় (১৪) নামে এক সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাবিল পুর ইউনিয়নের সেনবাগ বাজার-সেনবাগ রাস্তার মাথা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মাইনুদ্দিন নিলয় উপজেলার পশ্চিম লালপুর গ্রামের দই ব্যাপারী বাড়ির মৃত. আলা উদ্দিনের ছেলে।
জানা যায়, নিহত নিলয় সেনবাগ বাজার- সেনবাগ রাস্তার মাথা সড়কে সাইকেল চালানোর সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সড়কের উপর পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তাৎক্ষণিক একটি মোটরসাইকেল তার গায়ের উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনবাগ থানা পুলিশের একটি দল উপস্থিত হয়। পিকআপ ও মোটরসাইকেলটি দ্রুত চলে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।