শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

২০১৪ সালের পুনরাবৃত্তি এবার হতে দেয়া যাবে না——–এমপি এবাদুল করিম বুলবুল

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৯, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর ঃ
আগামি ১৪ অক্টোবর অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিভক্ত নেতৃবৃন্দ অবশেষে একমঞ্চে দাঁড়িয়ে নৌকাকে বিজয়ী করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের উপস্থিতিতে রবিবার দুপুরে এক মতবিনিময় সভায় সকল মতপার্থক্য ভুলে বিভক্ত নেতৃবৃন্দ সমস্বরে এ ঘোষণা দেন।

২০১৪ সালের পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থীর কাছে আওয়ামী লীগের প্রার্থী’র পরাজয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন ২০১৪ সালের পৌরসভা নির্বাচনের পুনরাবৃত্তি এবার হতে দেয়া যাবে না। এমপি আরো বলেন, আমাদের মধ্যে কোন প্রকার দ্বিধা-বিভক্তি নেই, সুতরাং আমাদের উচিত পৌরসভার সকল ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করা এবং নৌকাকে বিশাল ব্যবধানে জয়ী করা।

পৌরসভা নির্বাচনে দলীয় নেতাককর্মীদের ‘করণীয়’ ঠিক করতে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) উপজেলা আওয়ামীলীগ এই মতবিনিময় সভার আয়োজন করে। আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী এডভোকেট শিব শংকর দাস, দলের সাধারণ সম্পাদক এমএ হালিম, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, এড. সুজিত কুমার দেব, ব্যারিষ্টার জাকির আহাম্মদ, গোলাম শাহরিয়ার বাদল, মো. সফিকুল ইসলাম, নুরুন্নাহার বেগম, মো. হাবিবুর রহমান, মো. সালাউদ্দিন বাবু, আব্দুল্লাহ আল রোমানসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন