রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকার প্রার্থীর পক্ষে নগরীর ১৫ নং ওয়ার্ডে যুবলীগের কর্মীসভা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৫, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচনী প্রচারণা ও ভোটের পরিকল্পনা নিয়ে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরীর চকবাজার পৌর মার্কেটে ১৫নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ  ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন  ওয়ার্ড আ’লীগের সভাপতি মীর মোহাম্মদ আজমীর হোসেন , সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী হুমায়ন কবীর, নির্বাহী সদস্য শাহজাহান সিরাজী সাজু, ওয়ার্ড আ’লীগ নেতা হানিফ, মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকন প্রমুখ।

এছাড়া যুবলীগ নেতা জান ইসলাম, আকরাম, মাসুক, জাহিদুল, মামুন , বোরন, নিহাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন