পাবনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল আযম লিটনকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম লিটন ফরিদপুর ইউনিয়নের সাভার গ্রামের মৃত গোলজার হোসেনর ছেলে। পুলিশ জানায়, সন্ধ্যায় ফরিদপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন লিটন। বাড়ির সামনে আসার পর আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭/৮ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে লিটনের মৃত্যু হয়।