মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের কবিতা-“চোখ”

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০১৮
news-image

নাসরিন বিনতে হাবীব


তোমার ঐ নিষ্পলক চাউনি
আমার বক্ষ ভেদ করে
হৃদয়টাকে রক্তাক্ত করে
তবুও তোমার ভাবান্তর হয় না!
সেই কবে থেকে তোমার
ক্লান্তিহীন তাকিয়ে থাকার শুরু;
কতো কথারা আকুলি বিকুলি করে
তোমার ঐ নেশা ভরা চোখে।
কি যে বলে যাও চোখের তারায়
কি যে নিয়ে যাও চোখের মায়ায়
কি যে দিয়ে যাও চোখের খেলায়!
দিনমান ভরে ভাষারা খেলা করে
বুকের ভাঁজে, মনের আনাচে কানাচে
তোমার কন্ঠ বলেনা কোনো কথা
শুধুই ঝরে পরে ভালোবাসার ব্যকুলতা।
আমি কখনো শুনিনি যা—-
তুমি সবই বলেছো গুনগুনিয়ে
ভোমর যে সুরে বলে কথা
তোমার চোখে ফুটে ওঠে সেই ব্যথা।
কি কথা জমিয়ে রেখেছো
অনন্ত কালের রক্তিম আভাসে;
বলবে বলেছিলে আকাশের
নিভে যাওয়া তারার সাথে—–
চন্দ্রকথন পড়ে শোনাবে তাও বলেছিলে!
চন্দ্র ডুবে যায় ভোরের আকাশে
তখন তুমি পাখিদের গানের সাথে
নিজের সুর মেলাও,
তবুও তুমি বলোনা
তোমার কথা আমার কানে।
বাতাসেরা নিয়ে আসে
হেমন্তের গান, মৌ মৌ সুরভিত
নাম না জানা ফুলের কলতান।
তবুও তুমি শুধু চেয়েই থাকো
শুধু চেয়েই থাকো, সুরেও বলোনা কথা,
শীতের শেষে বসন্তের—-
পাখিদের গান ভেসে আসে
আমি তোমার কথা শোনার আশায়
চেয়ে থাকি অনন্ত সুদুরে।
তুমি শুধু চেয়েই থাকো
আমার কাজল ভরা আঁখিতে
তোমার দেখাও ফুরায় না
আমারও কথা শোনা হয় না।

আর পড়তে পারেন