রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশের প্রথম স্বর্ণ এসএ গেমসে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০১৬

bdস্পোর্টস ডেস্ক: এসএ গেমসের তৃতীয় দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। নারীদের ৬৩ কেজি ওজনশ্রেণিতে সোনালী সাফল্যের আনন্দে ভাসিয়েছেন তিনি।

রোববার ভারতের গুয়াহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে ক্লিন আর জার্ক মিলিয়ে ১৪৯ কেজি উত্তোলন স্বর্ণপদক এনে দিয়েছে মাবিয়াকে। স্ন্যাচে ৬৭ কেজির পর জার্কে ৮২ কেজি তুলেছেন তিনি।

পুরস্কার গ্রহণের সময় পোডিয়ামে দাঁড়িয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি মাবিয়া। ‘আমার সোনার বাংলা’র সুর বেজে উঠতেই স্যালুট দিতে-দিতে অঝোরে কেঁদেছেন তিনি।

এই ইভেন্টে ১৩৮ কেজি তুলে রুপা জিতেছেন শ্রীলঙ্কার আয়েশা জিগানাগে। নেপালের জুন মায়া ছানতিয়াল ব্রোঞ্জ পেয়েছেন ১২৫ কেজি তুলে।

‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ নামে পরিচিত এসএ গেমসে এর আগে দুটি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

আর পড়তে পারেন