বাংলাদেশ ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে শ্রাবণের পদক অর্জন করায় সংবর্ধনার আয়োজন

বাংলাদেশ ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে কুমিল্লা ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের ছাত্র রমজান চৌধুরী শ্রাবণের পদক অর্জন এবং কুমিল্লার সম্মান রাখাতে ইয়াং কিং কারাতে এসোসিয়েশন বানাশুয়া শাখা এক সংবর্ধনার আয়োজন করে।
উক্ত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন হুদা মামুন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং কিং কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক বাংলাদেশ সিতোরিউ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি জাতীয় আন্তর্জাতিক কারাতে কোচ । জাতীয় কারাতে রেফারি সেন্সি মোঃ নুরে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান খলিল, মোঃ সুজন মিয়া, মোঃ কামাল মিয়া ও মোহাম্মদ রিপন মিয়া ।
উক্ত সংবর্ধনার আয়োজন করেন বানাশুঁয়া শাখার প্রশিক্ষক মোঃ রাসেল মিয়া ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং সহকারী প্রশিক্ষকরা মিলে ফুল দিয়ে সংবর্ধনা জানান রমজান চৌধুরী শ্রাবণকে । প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেন্সি মোঃ নূরে আলম একটি মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।