বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সেনাবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে। তারা কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনকে ৭৮-৬৪ পয়েন্টে হারিয়ে বিজয়ী হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় কুমিল্লা সেনানিবাসের এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়ন বাস্কেটবল মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে সেরা নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের সৈনিক নাদিম রানা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন একই দলের সৈনিক এরশাদ আলম।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ রাশেদ আমিন,এনডিসি,পিএসসি।
এই টুর্নামেন্টটি ১২ মার্চ শুরু হয়। এতে ১৪টি দল অংশগ্রহণ করে।