বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমলেও রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা রিজার্ভ পুনরায় বাড়াতে সহায়তা করেছে।
আইএমএফ-এর নিয়ম অনুযায়ী রিজার্ভের পরিমাণ ১৯.২০ বিলিয়ন ডলার হলেও বাংলাদেশ ব্যাংকের হিসাবে তা ২৪.৭৫ বিলিয়ন। বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়া গেলে ডিসেম্বরের মধ্যে রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছে।
গত ১১ নভেম্বর, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল বাবদ ১.৫০ বিলিয়ন ডলার পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮.৪৫ বিলিয়ন ডলারে (বিপিএম৬ অনুযায়ী) নেমে আসে। এরপর এক মাসের ব্যবধানে তা আবার ১৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংক রিজার্ভের তিনটি পৃথক হিসাব রাখে। প্রথমটি হলো মোট রিজার্ভ, যেখানে বিভিন্ন তহবিল অন্তর্ভুক্ত থাকে। দ্বিতীয়টি হলো আইএমএফ-এর হিসাবায়ন পদ্ধতি অনুযায়ী প্রণীত রিজার্ভ। তৃতীয়টি হলো ব্যবহারযোগ্য রিজার্ভ, যা বর্তমানে ১৪ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের রিজার্ভ ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয়ের সমান থাকা প্রয়োজন। এই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ সীমায় অবস্থান করছে। অতীতে রিজার্ভ দুইবার ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল। সেসময় বৈদেশিক ঋণ এবং বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয়ের মাধ্যমে রিজার্ভ বৃদ্ধি করা হয়।
বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে ডলার বিক্রি বন্ধ রয়েছে এবং বিভিন্ন উৎস থেকে ডলার যোগ হচ্ছে। বিশ্বব্যাংকের ১ বিলিয়ন ডলার যুক্ত হলে এই মাসেই রিজার্ভ ২০ বিলিয়ন ডলার অতিক্রম করতে পারে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেছেন, “রিজার্ভ একটি চলমান প্রক্রিয়া। এটি কমতে-বাড়তে পারে। তবে প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। আমরা শিগগিরই ২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদী।”
১৪ আগস্ট, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। দায়িত্ব নেওয়ার পর তিনি ডলার সংকট নিরসনে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের বিদ্যমান ব্যান্ড ১ শতাংশ থেকে আড়াই শতাংশে বৃদ্ধি করেন। এতে ডলারের বিনিময় হার ১১৭ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত নির্ধারণের সুযোগ পায় ব্যাংকগুলো। তবে খোলা বাজারে ডলারের অতিরিক্ত দামের অভিযোগ এখনো রয়েছে।