রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয়পুর মহিলা কলেজসংলগ্ন সড়কটির বেহাল দশা, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০২৪
news-image

সালাহ উদ্দিন সোহেল :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি থেকে আদিনা মুড়া সড়কটির এখন বেহাল দশা । প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে চলাচল করছেন ঐ অঞ্চলের হাজারও মানুষ।

জানা যায়, জেলখানাবাড়ি থেকে আদিনা মুড়া সড়ক ও বিজয়পুর মহিলা কলেজ এর সামনে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয় মহিলা কলেজের শিক্ষার্থীরা কলেজের মেইন ফটক দিয়ে প্রবেশের বড় বাঁধা সড়কটির গর্তে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা। এই সড়কটি লালমাই পাহাড়ের গা ঘেঁষে গিয়ে মিলিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আদিনা মুড়া,বাতাইছড়ি বাজার কালির বাজার ও বরুড়া উপজেলার সাথে। পাহাড়ি অঞ্চল বরুড়া উপজেলার অধিকাংশ লোকজন কুমিল্লা শহরে সহজে যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন এ সড়কটি । তাইতো সড়কটি দিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

ঐতিহ্যবাহী লালমাই পাহাড়ের গা ঘেঁষে চলা সড়কটি ধ্বংস করার অভিযোগের তীর অবৈধভাবে লালমাই পাহাড়ের মাটি বিক্রি চোরা সিন্ডিকেট গঠন করা ব্যক্তিদের উপর। মাটি খেকুদের মাটি বহনকারী ডেমো ট্রাক অতিরিক্ত চলাচলের কারণে এসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় স্থানীয় জনগণ।

তারা বলেন, বিগত সরকারের আমলে প্রতিদিনই দিনে ও রাত মিলে প্রায় ৩০০ থেকে ৪০০ বার মাটি বহনকারী ডেমো ট্রাক চলাচল করেছে এ সড়কটি দিয়ে। তারা অবৈধভাবে মাটি বিক্রি করে লালমাই পাহাড়ের ঐতিহ্য ধ্বংস করেছে, সাথে সরকারি সড়কটিও ধ্বংস করেছে। আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার চাই এবং সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমাদের এই সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানাই।

বিগত সরকারের ১৫ বছর সময় ধরে অবৈধভাবে মাটি কেটে ধ্বংস করা হয়েছে ঐতিহ্যবাহী লালমাই পাহাড় এবং এ গুরুত্বপূর্ণ সড়কটি প্রশাসন জেনেও কেন পদক্ষেপ নেয়নি এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনগণের মাঝে।

আর পড়তে পারেন