বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : রুহুল কবির রিজভী
বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে : রুহুল কবির রিজভী
ডেস্ক রিপোর্ট:
বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ প্রতিবাদ করবে। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি, এবং তাদের দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের দেশের বিষয়ে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সাম্প্রদায়িক বিষয়ে নিজেদের সচেতন হওয়া উচিত। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি আন্তর্জাতিক মাস্টারপ্ল্যানের অংশ।
রিজভী বলেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের চাহিদা উপেক্ষা করে ভারত আগ্রাসনের পথে হাঁটতে চায়।
ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশে নয়, বরং ভারতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। বাংলাদেশে ভারতের হাইকমিশনের নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে ভারত।
তিনি আরও বলেন, যারা নিজেদের দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বাংলাদেশে কোনো বিভাজন নেই, বিভাজনের চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশের মানুষ কখনো বিভাজনের চেষ্টা মেনে নেয়নি। ভারতের সুদূরপ্রসারী আগ্রাসন সফল হবে না।