বিশেষ ফ্লাইটে দেশের পথে সৌদিতে আটকে পড়া ৩৮১ যাত্রী
সালাহ উদ্দিন সোহেল, সৌদি আরব থেকে:
ওমরা জিয়ারা ভিসায় আটকে পরা ও অসুস্থ্য রোগীদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়। একটি রিয়াদ থেকে, অন্যটি যাবে জেদ্দা থেকে। ৩৮১ জন যাত্রী নিয়ে সৌদি আরবের রিয়াদ থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট দেশের পথে।
সৌদি সময় ১২.৪৫ মিনিটে ছেড়ে গেছে বাংলাদেশ বিমান এর বোয়িং ৭৭৭। এদের মধ্যে বেশির ভাগই হচ্ছে মহিলা।
প্রতিটা যাত্রিকে করোনা টেষ্ট করে করোনা নেই যাদেরকে সার্টিফিকেট দেয়া হয়েছে এবং প্রতিজনকে এ সার্টিফিকেট দেখে বিমানে প্রবেশ করতে দেয়া হয়েছে।