শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভেজাল সেমাই তৈরির অভিযোগে বিবিরবাজার সেমাই কারখানাকে ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০১৮
news-image

শাহ ইমরানঃ
কুমিল্লা জেলা সদরের বিবিরবাজারের রাজমঙ্গলপুরে কাশবন ফুড প্রোডাক্টসের অস্বাস্থ্যকর পরিবেশে ও মবিল ব্যবহার করে সেমাই উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা মোবাইলকোর্ট পরিচালনাকালে জরিমানা করা হয়।

এ সময় সেমাই তৈরিতে ব্যবহার করা ১ শত লিটার পোড়া মবিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুর আড়াইটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে এলাহী জানান. কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছিল। তাই ভোক্তা অধিকার সংরক্সণ আইনে ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল বিরোধী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন