শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১২, ২০২৫
news-image

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ:

খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল। এ প্রতিপাদ্যকে সামনে রেখে, মনোহরগঞ্জ সরকারি উচ্চ ও কলেজের প্রাক্তন হেডমাষ্টার মোঃ আবুল খায়ের মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

খেলায় দুই শক্তিশালী টিম অংশগ্রহণ করেন তারা হলেন মির্জাপুর স্ফোটিং ক্লাব বনাম কেয়ারিং আদর্শ স্ফোটিং ক্লাব,খেলায় মির্জাপুর স্ফোটিং ক্লাব এক শূন্য গোলে বিজয়ী হন, মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ জসীম উদ্দিন সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড.একেএম জাহাঙ্গীর, আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ সরকারী উচ্চ ও কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম এর উপদেষ্টা আবদুল খালেক মোল্লা,মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক এসএম মুনসুর, মোঃ মাসুদুল আলম বাচ্চু, উন্নয়ন ফোরামের সদস্য মোঃ সাইফুল ইসলাম। জাহাঙ্গীর আলম।

আর পড়তে পারেন