মাটির ঘর

মো.খায়রুল আনাম:
ভিসার মেয়াদ ফুরাবে যেদিন
লুকোতে চাইলেও হবে না লাভ,
তাহলে কেনো দেখছো মিছে
অমরতার রঙিন খোয়াব?
তোমার জারিজুরি বাহাদুরি
আসবে না ভাই কোনো কাজে,
বিত্তবৈভব পেছনে ফেলে
সাজতে হবে শুভ্র সাজে!
জানাবে সবাই শেষ বিদায়
হা-হুতাশ আর চোখের জলে,
বিদায় বেলার দৃশ্য দেখে
পাষাণ হৃদয়ও যাবে গলে!
আসবে না আর ফিরে কভু
পৃথিবী নামক গ্রহে,
ডাকবে না কেউ আর তোমাকে
প্রেম-অনুরাগ আগ্রহে!
কতটুকু আছে পুঁজি
পাড়ি দিতে শেষ ঠিকানায়?
সহায়-সম্পদ আসবে না কাজে
শুতে হবে মাটির বিছানায়!
সময় থাকতে সঠিক পথে
ফিরে এসো হে বেখবর,
একলা তোমায় থাকতে হবে
নিত্য ডাকছে মাটির ঘর!
ক্ষণিকের এ জীবন নিয়ে
দম্ভ করো কোন হিম্মতে?
ছেড়ে দিয়ে ছলচাতুরী
এখনই এসো আলোর পথে।