রমজানে কুবির নতুন নির্দেশনা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময় নির্ধারণ করেছে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। সোমবার ২০ মার্চ হল প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে এবং বৃহস্পতিবার শুধু মাত্র অফিস খুলা থাকবে পূর্বের নিধারিত সময় পর্যন্ত। এছাড়া সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত মধ্যাহ্ন ও নামাজের বিরতি থাকবে।
রেজিস্ট্রার জানান, আগামী ৬ এপ্রিল পর্যন্ত একাডেমিক ক্লাস চালু থাকবে। একইসাথে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করবে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সকলকে ক্লাস/অফিস কার্যক্রম উক্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরিচালনা করার জন্য কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে।