লাকসাম উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় দলের গুলশান কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে উভয় পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।
এই সময় মহাসচিব বলেন, লাকসাম উপজেলা বিএনপির সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে অনেক বড় ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, গুম হওয়া সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান, হুমায়ুন পারভেজের ছেলে শাহরিয়ার রাতুলসহ লাকসামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।