লালমাইয়ের বাগমারা বাজারে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৭০ লক্ষ টাকা

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে আগুনে পুড়ে শেষ ব্যাবসায়ীদের ঈদ আনন্দ । প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লালমাই উপজেলার বাগমারা বাজারে সোমবার ভোররাতে সেহরির সময় আনুমানিক ৩টায় ভয়াবহ অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বাগমারা বাজারের এ অগ্নিকান্ডে পুড়ে ক্ষয়ক্ষতির পরিমান ৭০-৭৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে জসিম নামক এক ব্যবসায়ির ব্যাটারি দোকানেই ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকার মত বলে জানা গেছে।