সদর দক্ষিণে ২ হাজার পিস ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

স্টাফ রিপোর্টারঃ
২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মাদকের গডফাদার যুবলীগ নেতা আমিনুল ইসলাম (৫৪) ও মাদক ব্যবসায়ী সোহাগ মজুমদারকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।
সোমবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দৌলতপুর-মুলিহাটখোলা সড়ক থেকে তাদের আটক করেছে ।
গ্রেফতার হওয়া আমিনুল ইসলাম উপজেলার টঙ্গীরপাড় ও সোহাগ মজুমদার হাজতখোলা গ্রামের বাসিন্দা। আমিনুল ইসলাম আ’লীগ নেতা মজিদ মেম্বারের ভাতিঝা।
এ বিষয়ে সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কুমিল্লা ডিবি পুলিশ।