কুমিল্লায় ৮৯ কেজি গাঁজাসহ ২ জন আটক
৮৯ কেজি গাঁজাসহ ২ জন আটক
কুমিল্লায় অভিনব কায়দায় পিকআপে করে গাঁজা পরিবহনকালে ৮৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় ৮৯ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন, দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল রানা (৩১) এবং একই উপজেলার মোঃ খোকনের ছেলে মোঃ আকাশ (৩২)।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে দিনাজপুরসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।