বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা সদর দক্ষিণের ধনপুরের শতবর্ষী পুকুর ভরাট চলছে, পরিবেশ অধিদপ্তর নিরব !

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় শতবর্ষী পুকুর ভরাট চলছে দিনে দুপুরে। এ নিয়ে পরিবেশ অধিদপ্তর তথা সংশ্লিষ্ট প্রশাসনের কোন নজরদারি লক্ষ্য করা যায়নি।

উপজেলার পশ্চিম জোড়কানুন ইউনিয়নের ভাটপাড়া ধনপুর এলাকার বড় মসজিদ সংলগ্ন পুকুরটি ভরাট চলছে গত ১০ দিন ধরে। প্রায় ৮০ শতক আয়তনের এ পুকুরটির প্রায় ১৪ শতক অংশ ভরাটের উদ্যোগ নেয়া হয়েছে। জনৈক এক ব্যক্তি ১৪ শতক অংশ কিনে নেওয়ার পর ভরাট করা শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, পরিবেশ আইন অনুযায়ী পুকুর, খাল, বিল ভরাট নিষিদ্ধ হলেও প্রকৃতপক্ষে কেউ তা মানছে না। পরিবেশ অধিদপ্তরও সব সময় রহস্যজনক ভূমিকা পালন করে থাকে বিভিন্ন অভিযোগে জানা যায়। ধনপুর এলাকার শত শত পরিবার ও বড় মসজিদের মুসল্লিরা এ পুকুরের পানি ব্যবহার করে আসছে। হঠাৎ করে এ পুকুর ভরাট শুরু হওয়ায় স্থানীয়দের মনে ব্যাপক ক্ষোভ থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় লোকজন।

আর পড়তে পারেন