রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অবরোধেও সচিবালয় স্বাভাবিক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৫, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন প্রভাব পড়েনি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে। অন্যান্য দিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা নির্দিষ্ট সময় থেকে অফিস করছেন।

রোববার (৫ নভেম্বর) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দাপ্তরিক কাজ করছেন। অবরোধের প্রভাব দেখা যায়নি।

নিরাপত্তার স্বার্থে জিরো পয়েন্টের দিকে সচিবালয়ের পূর্ব পাশের গেটটি বন্ধ থাকলেও এক এবং দুই নম্বর গেটটি খোলা রয়েছে। গেটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে তৎপর থাকতে দেখা গেছে।

এদিকে, সচিবালয়ে দর্শনার্থীরা গেইটেও অনেক দর্শনার্থীকে ঢুকতে দেখা গেছে। তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। এছাড়া সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো অন্যান্য দিনের মতোই গাড়িতে পূর্ণ রয়েছে।

নাম প্রকাশ না করে একজন যুগ্ম সচিব বলেন, অবরোধের প্রভাব সচিবালয়ে পড়েনি। সকাল থেকে নির্দিষ্ট সময়ে কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছেন।

আর পড়তে পারেন