বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অবশেষে নীরবতা ভেঙ্গে বাইডেনকে অভিনন্দন জানালো চীন

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০২০
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর বেশ কিছু দিন পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা আমেরিকার মানুষের পছন্দকে সম্মান করি। বাইডেন ও হ্যারিসের প্রতি আমাদের অভিনন্দন জানাচ্ছি।’

চীন নীরবতা ভাঙলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে এখনও অভিনন্দন জানায়নি রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো ও উত্তর কোরিয়া।

এই অভিনন্দন বার্তা দেওয়ার আগ পর্যন্ত চীন বলে আসছিল, জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করার বিষয়টি তাদের নজরে এসেছে।

তবে বৃহস্পতিবার অভিনন্দন জানানোর পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়্যাং ওয়েনবিন বলেন, ‘আমরা বুঝতে পারি যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মার্কিন আইন এবং পদ্ধতি অনুসরণ করেই হবে।’

৭ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম জো বাইডেনের নির্বাচনে জয়ের পূর্বাভাস সম্পর্কে খবর প্রকাশ করা শুরু করার পর থেকে বিভিন্ন রাষ্ট্রের নেতারা তাকে ফোন করে অভিনন্দন জানানো শুরু করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যভিত্তিক কয়েকজন নির্বাচন কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পের ওই দাবি উড়িয়ে দিয়েছেন।

বাইডেনকে চীনের অভিনন্দন জানানোর পর ধারণা করা হচ্ছে, ট্রাম্পের আইনি লড়াইয়ের পরও চীনা মার্কিন নির্বাচনের ফল মেনে নিয়েছে। তারাও মনে করছে, জানুয়ারি মাসে জো বাইডেনই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সূত্র: বিবিসি বাংলা।

আর পড়তে পারেন