বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অমর একুশ বলছি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২০, ২০১৯
news-image

মোঃ নাসির হোসেনঃ

৪৮ থেকে শুরু করে ৫২ তে জ্বলেছি
৫৬তে নিজের একটা অবস্থান পেয়েছি।
আমি স্মৃতিবিজড়িত মহিমান্বিত সেই দিন
আমার থেকেই শুরু যুদ্ধের ২৭০ দিন।

১৪৪ দ্বারা ভঙ্গ করে আমার জন্ম
বহু কবিতায়, সাহিত্যে দিয়েছে বিশেষ মর্ম।
আমার পক্ষে লড়েছে সাহসী ধীরেন্দ্রনাথ দত্ত
প্রস্তাব তুলেছেন নিয়ে বহু তথ্য ও তত্ত্ব।

আমি মাহবুব-উল-আলম চৌধুরীর কবিতা-
“কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি”
সেদিন থেকেই চেতনায় জ্বলেছি।

আমি গাজীউল হকের গান-
“ ভুলবনা ভুলবনা একুশে ফেব্রুয়ারি ভুলবনা”
পন করেছিলাম শকুনদের ছাড়বোনা।
আমি মুনির চৌধুরীর নাটিকা “কবর”
পাকিদের করে দিয়েছি খবর।

আমি জহির রায়হানের উপন্যাস “আরেক ফাল্গুন”
মম বক্ষে জ্বালিয়েছিলাম উত্তপ্ত আগুন।
আমি শওকত ওসমানের গল্প “মৌন নয়ন”
আমার তরেই হয়েছে রফিক, শফিক, জাব্বার,
সালাম, বরকত, শফিউরের শাহাদাত বরণ।

ড. মোহাম্মদ শহীদুল্লাহ আমাকে লিখেন
ছাত্রনেতা মুজিব কারাবরন করেছেন
অধ্যাপক অজিত কুমার গুহ লড়েছেন।

১৯৯৯ থেকে আমি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”
আব্দুল গাফ্ফার চৌধুরীর রচিত
আলতাফ মাহমুদের গাওয়া
“আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুুয়ারি,
আমি কি ভুলিতে পারি।

আর পড়তে পারেন