শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আমরাই ফিদেল’

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৫, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক :বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম সমাহিত করে তাকে চিরবিদায় জানালেও কিউবানরা তার মধ্যেই তাদের খুঁজে ফিরছেন।
রাষ্ট্রীয় শোক পালনের সব কর্মসূচিতে যে স্লোগানটি মুহুর্মুহু ধ্বনিত হয়েছে, তা হলো- ‘আমরাই ফিদেল।’ অর্থাৎ এক ফিদেল বিদায় নিলেন, কোটি ফিদেল রেখে গেলেন।

স্থানীয় সময় রোববার কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর দেহভস্ম ঐতিহাসিক সান্তিয়াগো শহরে সমাহিত করা হয়েছে। ২৫ নভেম্বর ৯০ বছর বয়সে মহাপ্রয়াণ হয় তার।

রোববার সান্তিয়াগোর এফিগেনিয়া সমাধিক্ষেত্রে তার দেহভস্মাধার নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কিউবানরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

কিউবার প্রেসিডেন্ট ও ফিদেলের ছোট ভাই রাউল কাস্ত্রো ফিদেলের দেখানো আদর্শ, সাম্যবাদ ও মাতৃভূমিকে রক্ষার প্রতিশ্রুতি করেন।

পারিবারিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এফিগেনিয়া সমাধিক্ষেত্রে উনিশ শতকের বিপ্লবী বীর হোসে মার্তির পাশে ফিদেলের দেহভস্মাধার সমাহিত করেন রাউল কাস্ত্রো। এ সময় তার উদ্দেশে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।

কিউবার বিপ্লবের জন্মস্থান হিসেবে পরিচিত সান্তিয়াগো। এখান থেকেই বিপ্লব শুরু করেন এবং এখানেই রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন ফিদেল।

চার দিন রাজধানী হাভানায় ফিদেলের দেহভস্ম রাখার পর শনিবার সান্তিয়াগোতে আনা হয়। ‘আমরাই ফিদেল’, ‘আমরাই ফিদেল’ স্লোগানে প্রকম্পিত হয় সান্তিয়াগোর আকাশ।

এর আগে রাউল কাস্ত্রো জানিয়েছেন, কিউবায় ফিদেলের কোনো মূর্তি, ভাস্কর্য বা স্মৃতিফলক করা হবে না। মৃত্যুর আগে ফিদেল নিজেই এ ধরনের কোনো কাজ করতে নিষেধ করে গেছেন। রাউল বলেন, ‘বিপ্লবের নেতা ব্যক্তিকে মূর্তিমান করার প্রথার ঘোর বিরোধিতা করতেন।’ তিনি আরো বলেন, তার নামে কোনো রাস্তার নামকরণও করা হবে না।

ফিদেলকে শ্রদ্ধা জানাতে আসা এক কিউবান বলেছেন, ‘আমাদের যারা ফিদেলকে ভালোবাসে, তাদের কাছে তিনি আমাদের পিতা।’ সান্তিয়াগোর মনকাডা ব্যারাকে ফিদেলের ভস্মাধারবাহী গাড়ি প্রদক্ষিণের সময় উপস্থিত ছিলেন জিমেনেজ। ১৯৫৩ সালের ২৬ জুলাই এ ব্যারাকে ফিদেলের নেতৃত্বে হামলার মধ্য দিয়ে বিপ্লব শুরু হয়। এ বিপ্লবে ১৯৫৯ সালের ১ জানুয়ারি পতন হয় যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কিউবার একনায়ক ফুলসেনজিও বাতিস্তার।

একদলীয় শাসনব্যবস্থায় কিউবাকে অর্ধশতাব্দী শাসন করা ফিদেলকে নিয়ে মতবিরোধ আছে। সমাজতান্ত্রিক বিশ্বে তিনি মহানায়ক, পুঁজিবাদী বিশ্বে তিনি খলনায়ক। তার মৃত্যুতে কিউবা যখন শোকে স্তব্ধ, তখন যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে নির্বাসিত কিউবানরা তার মৃত্যু উপলক্ষে আনন্দ উৎসব করে। সমালোচকদের কাছে, ফিদেল একজন স্বৈরশাসক। তার সমর্থকদের কাছে তিনি মহান পিতা।

 

১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত একটানা কিউবা শাসন করেন ফিদেল। স্বাস্থ্য ভেঙে পড়লে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা তুলে দিয়ে অবসর নেন সাম্যবাদের এই মহান নেতা।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

আর পড়তে পারেন