রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা লজ্জা পাচ্ছি, তারা কি পাচ্ছেন একটুও?

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০১৮
news-image

 

আসিফ নজরুল:

ভারতের হ্ইা কমিশনারের সাথে এককাতারে দাঁড়িয়ে আমাদের দেশের স্পীকার, সিনিয়র কয়েকজন মন্ত্রী এবং সাবেক একজন রাষ্ট্রপতি। সামনে ভারিক্কি ভঙ্গিতে চেয়ারে বসে আছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি। এ ছবি দেখে অনেকে অনেক প্রতিক্রিয়া জানিয়েছেন। আমারো কিছু প্রতিক্রিয়া হলো যা না লিখে পারলাম না।

ক. ছবিটি দেখে আমি দু:খ পেলেও অবাক হইনি। প্রণববাবু ভারতের রাষ্ট্রপতি থাকা অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে খবরদারিত্ব করতেন। হয়তো এখনো করেন। ছবির শরীরি ভাষা তাই বলে।

খ. দু:খটা আমাদের নেতাদের নিয়ে। যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমার দেশ। এ দেশের বহু নেতার মধ্যে তারপরও আতœমর্যাদাবোধের এতো অভাব কেন?

গ. অন্যদের প্রসঙ্গ না হয় বাদ দিলাম। এরশাদ সাহেব তো প্রণব বাবুর চেয়ে বয়েসে বড়, প্রণব যখন সাধারন একজন মন্ত্রী, এরশাদ ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বসে থাকা প্রণবের পেছনে অন্যদের সাথে তিনি কিভাবে দাড়িয়ে গেলেন?

আমরা লজ্জা পাচ্ছি। তারা কি পাচ্ছেন একটুও?

লেখাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এর ফেসবুক থেকে নেয়া।

আর পড়তে পারেন