শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউক্রেনে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৯, ২০২২
news-image

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ সেনাদের প্রতিরোধে ইউক্রেনে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আসা শুরু হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানিয়েছেন, ডেনমার্ক থেকে জাহাজবিধ্বংসী ‘হারপুন’ ক্ষেপণাস্ত্র ও যুক্তরাষ্ট্র থেকে ‘হাউতজার’ কামানের চালান আসা শুরু করেছে।

এসব অস্ত্র ইউক্রেনের নৌ ইউনিটকে শক্তিশালী করবে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দরসহ উপকূলীয় অঞ্চলগুলোর প্রতিরক্ষার জন্য ইউক্রেনের তৈরি ‘নেপচুন’ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।

হারপুন হাতে পাওয়ার খবর নিশ্চিত করে ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুকও বলেছেন, আমাদের হাতে এত হারপুন তুলে দেওয়া হয়েছে যে কৃষ্ণসাগরে রাশিয়ার পুরো নৌবহর ডুবিয়ে দিতে পারব।

রুশ বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানানোর পর এই চালান আসার কথা জানা গেল।

সূত্র: রয়টার্স

আর পড়তে পারেন