শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উইন্ডিজকে ২৩ রানে হারালো শ্রীলংকা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেক্সঃ

লড়াই করেও হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৩৩৯ রানের বিশাল লক্ষ্য। তারপরও ম্যাচটা একসময় প্রায় হাতের মুঠোয় পুরে ফেলেছিল উইন্ডিজ। নিকোলাস পুরান আর বোলার থেকে ব্যাটসম্যানে রূপান্তরিত হওয়া ফ্যাবিয়েন অ্যালেন মিলেই ইতিহাস গড়ার পথেই ছিলেন। কিন্তু শ্রীলঙ্কার জন্য আশীর্বাদ হয়ে দেখা দিলেন ইনজুরির কারণে প্রায় ১৮ মাস বোলিং থেকে দূরে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুস। তার করা প্রথম বলেই পুরান ক্যাচ তুলে দিলে কার্যত উইন্ডিজের স্বপ্নের সমাপ্তি ঘটে।

আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। কিন্তু এই ম্যাচই জমিয়ে তুললেন দুই দলের ব্যাটসম্যানরা। শুরুতে ব্যাট করে আভিশকা ফার্নান্দোর ‘অভিষেক’ সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৩৮ রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা। জবাবে নিকোলাস পুরানের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় উইন্ডিজ। ফলে ২৩ রানের জয় পায় শ্রীলঙ্কা।

আর পড়তে পারেন